উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কাযালয়টি উপজেলা পরিষদ সরাইল ব্রাহ্মণবাড়িয়া এর অভ্যন্তরে অবস্থিত। ০১ জন কর্মকর্তা ও ০১ জন কর্মচারী কমরত ।০১টি (KPI) ও উপজেলা নিবাহী অফিসারের বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য এবং ০৪ টি ব্যাংকে সবমোট ৪৭জন বিভিন্ন পদবীর অঙ্গীভূত আনসার সদস্য প্রতিষ্ঠান সমূহকে সার্বক্ষণিক নিরাপত্তা বিধান করছেন। ০৯টি ইউনিয়নে ০১ (এক) জন দলপতি, ও ০১ (এক) জন দলনেত্রী ভাতা ভিত্তিক মোতায়েন আছেন। ০১টি উপজেলা আনসার কোম্পানী রয়েছে এতে ১১৫জন আনসার সদস আছে। প্রতিটি ইউনিয়নে ৩২জন পুরুষ ও ৩২জন মহিলা সদস্য নিয়ে ০৯টি প্লাটুন রয়েছে। উপজেলায় ৩২জন মহিলা আনসার প্লাটুন রয়েছে। তাতে ০১ (এক) জন মহিলা আনসার প্লাটুন কমান্ডার রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস